#ধানের_পোকা_দমনে_সাইপারমেথ্রিন_ও_সাইপারমেথ্রিন_যুক্ত সকল গ্রুপের কীটনাশক ব্যবহার করা নিষিদ্ধ- যদি কোন দোকানদার বা কোম্পানির প্রতিনিধি পরামর্শ দেয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিধি রয়েছে।
ক. আলফা- সাইপারমেথ্রিন
খ• ল্যাম্বডা- সাইহ্যালেথ্রিন
গ • ডেল্টামেথ্রিন
ঘ•সাইপারমেথ্রিন
#নিষিদ্ধ_হওয়ার_কারণঃ
১. এ সমস্ত গ্রুপের কীটনাশক দীর্ঘদিন মাঠ ফসলে হাইডোজ ও লোডোজ ভাবে ব্যবহারের ফলে পোকা Resistance করে ফেলেছে অর্থাৎ পোকা অমরত্ব লাভ করছে বলা চলে ফলশ্রুতিতে পোকা নিধন দুষ্কর হয়ে যায়। উদাহরণ হিসাবে বর্তমানে মাঠে কারেন্ট পোকার উপদ্রব।
২. ক্লোরপাইরিফস এর সাথে উপরে উল্লেখিত যে
কোন গ্রুপের মিশ্রণ ধানের পোকা দমনের
জন্য ব্যবহার করা যাবে না।
যেমন- অক্টোপাস,বিউটি, ক্যারাটে, ,বাইপোলার, সার্টার,সাবসাইড, মিক্সার, ডেয়ার, লুমিন, কেনভস, সেতারা, বর্ডার, দূর্বার, নাইট্রো ও আলটিমা এসিমিক্স,টাটা, ইত্যাদি। এগুলা ধানে নিষিদ্ধ, এসব কীটনাশক ধানের বন্ধু পোকা মেরে ফেলে।
#কৃষকভাইরা না বুঝে ধান ক্ষেতে নাইট্রোসহ
অনুমোদনহীন কীটনাশক ব্যবহার করছে।
নাইট্রো কীটনাশক-ফল, শাকসবজি, পাট,
তুলা ফসলের পোকা দমনের জন্য সুপারিশ
করা।
#ধানের জন্য অনুমোদনহীন এসব কীটনাশক
ব্যবহারে পরবর্তীতে পোকা পুনরায় আবির্ভাব
হবে যা ধান ফসলের জন্য হুমকি।
#আলফা_সাইপারমেথ্রিন_গ্রুপের_কীটনাশক_সমূহঃ ১০ ইসি- এক্সিস, প্রবাল, কারফু, মালিক, ইত্যাদি। . #ল্যাম্বডা_সাইহ্যালেথ্রিন_গ্রুপের_কীটনাশক_সমূহঃ। ২.৫ ইসি- ক্যারাটে, ফাইটার, রিভা, মেসেজ, ক্যারাথিন, এন্টিক, সিরাত, বস, ক্রিকেট, টাইগার, নিনজা, সাইক্লোন, আকিক, বক্সার, হীরা, ইত্যাদি। #সাইপারমেথ্রিন_গ্রুপের_কীটনাশক_সমূহঃ সানমেরিন, এগ্রোথ্রিন, পেসকিল, সাইপারমার, রেলেথ্রিন,ওস্তাদ, ম্যাজিক, সিনোথ্রিন, বাস্টার, কট, স্পার্ক, লিডার, শেফা, রিপল, মেরিট, ইত্যাদি। #ডেল্টামেথ্রিন_গ্রুপের_কীটনাশক_সমূহঃ ডেসিস, নকথিয়ন, ওয়াকিল, এসিথ্রিন, মেজর, সিনোসিস, মার্কার, ডেল্টাসিস, ডওন, ডেলিগেট, ফিনিশ সুপার ইত্যাদি।
তথ্যসূত্র- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা।www. dae.gob.bd.com

