সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য

০১/ সাধারণ সদস্যদের অদ্ভুত সাংগঠনিক সম্পর্কের উন্নয়ন
০২/ স্বেচ্ছাসেবী দের দ্বারা রক্ত দান ও রক্ত দানে উৎসাহিত করা।
০৩/ স্বল্প আয়ের লোকদের জন্য প্রশিক্ষণ প্রদানের ব্যাবস্থা করা। (সংশ্লিষ্ট অধিদপতরের অনুমোদন ক্রমে)
০৪/ দরিদ্র ও দুঃস্থ মানুষদের সু-চিকিৎসার সহযোগিতা করা।
০৫/ ক্ষুদ্র, প্রান্তিক ও মধ্যবিত্ত কৃষি উন্নয়ন মূলক কর্মকান্ডে সহায়তা করা।
০৬/ দরিদ্র ও দুঃস্থ মানুষদের পাশে দাড়িয়ে তাদের নেয্য পাওনা বুঝিয়ে দেওয়া।
০৭/ যৌতুক বিরোধ ও বল্য বিবাহের কুফল সম্পর্কে পরামর্শ দান।
০৮/ স্থানীয় অব্যবহৃত সম্পদের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করা।
০৯/ গবাদি পশু ও হাঁস মুরগী পালন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা। (সংশ্লিষ্ট অধিদপতরের অনুমোদন ক্রমে)
১০/ সামাজিক বনায়ন ও নার্সারী প্রকল্প বাস্তবায়ন করা।
১১/ মা ও শিশু স্বাস্থ বিষয়ক কর্মসূচী গ্রহন। (সংশ্লিষ্ট অধিদপতরের অনুমোদন ক্রমে)
১২/ এতিম ও প্রতিবন্ধীদের কল্যাণ ও পূনর্বাসন মূলক কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন।
১৩/ মৎস্য চাষ প্রকল্প গ্রহন।
১৪/ স্যানিটেশান ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাবস্থা করা।
১৫/ পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহণ।
১৬/ মাদক বিরোধী কর্মসূচী।
১৭/ প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থ এলাকয় জরুরী ভিত্তিতে ত্রাণ কার্য ও পুনর্বাসন কর্মসূচী গ্রহণ
ও সহযোগিতা করা। ইত্যাদি